স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকল ১১:০০ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত সাংসদ আখতারউজ্জামান, উপজেলা প্রশাসনের উর্ধতম কর্মকর্তা, মেয়র ও চেয়ারম্যানদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এম.পি.।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব অজিজুর রহমান সাহেব -উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোয়াজ্জেম হোসেন পলাশ- চেয়ারম্যান উপজেলা পরিষদ। আতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর-ই- জান্নাত-উপজেলা শিক্ষা অফিসার,জনাব মাকসুদুল আলম মাসুদ ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ,
জনাব শর্মিলা রোজারিও- মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,জনাব রবীন হোসেন-মেয়র কালীগঞ্জ পৌরসভা,জনাব আবু বকর বাক্কু- চেয়ারম্যান তুমুলিয়া ইউনিয়ন পরিষদ,জনাব শাহাবুদ্দিন আহম্মেদ -,চেয়ারম্যান বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ,আলিউর রহমানর- চেয়ারম্যান নগরী ইউনিয়ন পরিষদ,জনাব খাইরুল আলম – চেয়ারম্যান জামালপুর ইউনিয়ন পরিষদ,জনাব আলমগীর হোসেন -চেয়ারম্যান মোক্তারপুর ইউনিয়ন পরিষদ,জনাব গাজী সারোয়ার হোসেন- চেয়ারম্যান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ সহ উপজেলা প্রশাসনের উর্ধতম কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।