বিশেষ প্রতিনিধি:কাজী এনামুল হাসান
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহল ও মটি ব্যাবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৩টি মামলায় ২ লক্ষ,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ মোতাবেক ১টি মামলায় ২০ হাজার টাকা,মৎস সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারা অনুযায়ী ১ টি মামলায় ২ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১ টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল (বুধবার)সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নাধীন ইশ্বরপুরে বালুমহল ও ভূমি ব্যাবস্থাপনা আইন ২০১০ইং মোতাবেক ৩ টি মামলায় ইশ্বরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো: সলিম উল্লাহকে (৩০) এক লক্ষ টাকা,দক্ষিনবাগ গ্রামের আরিফুল ইসলামের ছেলে মো: নাদিমকে(৩২) ৫০ হাজার টাকা,কালীগঞ্জ পৌরসভার মৃত রাকিব আলির ছেলে মো: সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ মোতাবেক একটি মামলায় উত্তর সোম গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিজয় মিয়াকে(৩৫)২০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান তার থার সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর চার ধারা অনুযায়ী একটি মামলায় ২০০০ টাকা ও ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী একটি মামলায় ৩০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মেহেদী জামান, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমান বলেন “পরবর্তী সময়েও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”