স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক তৈরির কারিগর স্টেনলি কস্তা ও পেশাদার মাদক বিক্রেতা খোকন ভূঁইয়াসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ১২ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও চুরির মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাতের অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ালিয়া এলাকা থেকে স্টেনলি কস্তাকে আটক করে। তার বাড়ি থেকে চোলাই মদসহ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। অপরদিকে, তুমলিয়া ইউনিয়নের পুন্যারটেক এলাকায় খোকন ভূঁইয়াকে আটক করার সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
চুরির মামলার তদন্তে মামুন খান @ আব্দুল্লাহ, সোহেল রানা ও মোহাম্মদ মজিবুর রহমান মিন্টুকে আটক করা হয়। তারা চোরাইকৃত মালামাল টঙ্গীপূর্ব থানার আমতলীস্থ একটি হার্ডওয়ারে বিক্রির কথা স্বীকার করে। পুলিশ ওই দোকান থেকে বিপুল পরিমাণ চুরি করা সামগ্রী উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, আটককৃতদের আদালতে পাঠানো হবে এবং কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।