স্টাফ রিপোর্টার:মো. পারভেজ মিয়া
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন কমান্ডার গত বুধবার বিকেল চারটার সময় ইন্তেকাল করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস লড়াই করেছিলেন। মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে সুলতান উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় সম্মাননার সঙ্গে সঙ্গে দাফন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মি ও থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
মরহুমের ছোট ভাই এ কে এম ফিরোজ শাহ জানান, স্বাধীনতার পূর্বে তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে গাজীপুর-নরসিংদী অঞ্চলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার পর তিনি সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতান উদ্দিন কমান্ডারকে একুতা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।