কিশোরগঞ্জের নগুয়ায় বহুল আলোচিত একমাত্র পুত্রের হাতে “পিতা” ডিসিস্ট মোঃ আব্দুল আউয়াল (৪৮) হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ ঘাতক ছেলে আসামী মোঃ রাসেল (২৩) কে গ্রেফতার করেছে পিবিআই, কিশোরগঞ্জ। গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত অনুমান ১১.৩০ টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট বটতলা রেইলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত্র অনুমান ০২.৩০ টায় সময় ডিসিস্ট মোঃ আব্দুল আউয়াল (৪৮), সাং-নগুয়া বটতলা, থানা ও জেলা-কিশোরগঞ্জকে হত্যার উদ্দেশ্যে আসামী মোঃ রাসেল (২৩) শাবল দিয়ে মাথার সামনে বাম পার্শ্বে আঘাত করে গুরুতর ছিদ্রযুক্ত কাটা রক্তাক্ত জখম ও অজ্ঞাতনামা আসামীদের হাতে লোহার রড ও বাঁশের লাঠি দিয়া মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। উক্ত আঘাতের ফলে ডিসিস্ট মোঃ আব্দুল আউয়াল (৪৮) এর মৃত্যু হয়। এ সংক্রান্তে নিহতের পিতা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় এজাহারনামীয় ০৩ জন ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-৩১, তারিখ-১৪/০৯/২০২৩ ইং, ধারা-৩০২/১১৪/৩৪ দঃ বিঃ আইনে হত্যা মামলা দায়ের করিলে অফিসার ইনর্চাজ, কিশোরগঞ্জ মডেল থানা মামলাটি রুজু করত ইন্সপেক্টর (নিঃ) শ্যামল মিয়া এর উপর তদন্তভার অর্পন করেন। কিশোরগঞ্জ জেলার মডেল থানা পুলিশ মামলাটি তদন্ত করেন। উক্ত ঘটনার পর হতে পিবিআই, কিশোরগঞ্জ জেলার ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করত ছায়া তদন্ত অব্যাহত রাখে। মামলাটি পিবিআই সিডিউলভূক্ত হওয়ায়, পিবিআই কিশোরগঞ্জ জেলা মামলাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ অধিগ্রহন করে।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি, জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই কিশোরগঞ্জ ইউনিট ইনচার্জ, পুলিশ সুপার, জনাব মোঃ শাহাদাত হোসেন, পিপিএম এর সার্বিক সহযোগিতায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ)/মোঃ সাখরুল হক খান এর নেতৃত্বে পিবিআই কিশোরগঞ্জের চৌকস টিম গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত অনুমান ১১.৩০ টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট বটতলা রেইলগেইট এলাকা থেকে আসামী মোঃ রাসেল (২৩), পিতা-মৃত আব্দুল আওয়াল, সাং নগুয়া বটতলা, থানা ও জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল জানায়, তার
বিশেষ প্রতিনিধি. পঙ্কজ বৈষ্ণব