।
অদ্য ২৭/০৯/২০১৩ইং তারিখ রাত ০০.০৫ ঘটিকায় সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ)/মোঃ আফসার মিয়া, এএসআই (নিঃ)/ মোঃ আশ্রাফ, এএসআই (নিঃ)/ রিপন চাকমা এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী জাম্বুরা সাকিনস্থ ডাইনো পার্ক সংলগ্ন সরকারী আশ্রয় কেন্দ্রের সামনে রাস্তার উপর ৫/৬ জনের একটি ডাকাত দল সিএনজি সহ কোটবাড়ী হতে বাতাবাড়ীয়া গামী রোডে চলাচলরত যানবাহন এবং আশপাশের বাড়িতে ডাকাতি করার জন্য সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। তাৎক্ষণিক সংবাদ প্রাপ্তির সাথে সাথে অফিসার ও সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ডাকাতির প্রস্তুতি নেওয়া ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়
০১। মোঃ এমরান হোসেন @ ইমন @ ইমু (২৭), পিতা- মৃত কামাল হোসেন @ কালা মিয়া, সাং-কালিয়াজুড়ি ধর্মপুর, শাহ আলম মেম্বার বাড়ি, তোয়া হাউজিং,, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা,
০২। মেহেদী হাসান রাব্বি (২৫), পিতা-মৃত মাহে আলম, সাং-ধর্মপুর দৌলতপুর থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা,
০৩। মোঃ আল আমিন (২২), পিতা-হুমায়ূন কবির @ মুন্সি, সাং-ধর্মপুর (তোয়া হাউজিং, মোখলেছ ইঞ্জিনিয়ার এর বাড়ী), থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা
০৪। মোঃ নাজিম উদ্দিন সুজন (২৮), পিতা-তাজুল ইসলাম প্রকাশ তাজু মিয়া, সাং-চিতোষী (চান্দাল), পোঃ চিতোষী বাজার, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর বর্তমান সাং-মোল্লা হাউজিং, রামমালা, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লাদের আটক করেন। আসামীদের আটকপূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে সিএনজি অটোরিকশা থেকে
ক) ০১ (এক) টি দেশীয় তৈরী ভোতা রাম দা যার কাঠের বাট ছাড়া লম্বা অনুমান ৩০ ইঞ্চি
খ) ০১ (এক) টি দেশীয় তৈরী রডের হাতল যুক্ত চাইনিজ কুড়াল, লম্বা অনুমান ১৭ ইঞ্চি
গ) ০১ (এক) টি লোহার রড, লম্বা অনুমান ৩০ ইঞ্চি
ঘ) ০১ (এক) টি দেশীয় তৈরী লোহার পাত দিয়ে বানানো ভোতা ছুড়ি, লম্বা অনুমান ১৪ ইঞ্চি
উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীরা প্রায় সময় রাতের বেলায় বিভিন্ন থানা এলাকার সড়কে চলাচলরত