স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে আজমতপুর মহাসড়কে এক মর্মান্তিক রোড এক্সিডেন্টে মোস্তাফিজুর রহমান বয়স (২০) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি কার্ভাডভ্যানের চাপায় পড়েন।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে আজমতপুর কেএন এন্টারপ্রাইজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় তাঁর সাথে থাকা মটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১) ও নাহিদুল আকন্দ বয়স(২০) গুরুতর আহত হন। আহতদের হাড় ভেঙে ও রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।