বিশেষ প্রতিনিধি :রাকিব ইসলাম
গাজীপুরের টঙ্গীতে ‘জাভান’ হোটেলে যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছেন ৮৪ জন। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার এবং যৌনকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, এই অভিযানটি স্থানীয় পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত হয়। হোটেলটিতে নেশা ও যৌন কর্মের অবৈধ কার্যকলাপের তথ্য পাওয়ার পর এই অভিযান শুরু হয়।
আটককৃতদের মধ্যে খদ্দের এবং কর্মীরা রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই অভিযানটি সমাজে অবৈধ মাদক ও মানব পাচার রোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।