স্টাফ রিপোর্টার :পারভেজ মিয়া
গাজীপুরের শ্রীপুরে এক রাতে পাঁচটি কবরের কঙ্কাল চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে, তেলিহাটি ইউনিয়নের প্রামানিক বাড়ির পারিবারিক কবরস্থানে। সেখানে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম রাজিব জানান, শনিবার সকালে তিনি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের মাটি খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। পরে স্বজনদের খবর দিলে তারা এসে নিশ্চিত হন যে, কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া কঙ্কালগুলো আলী হোসেন, হালিমা, শাহজাহান, তনয় খান, এবং আবুল হোসেন ডলারের কবর থেকে নেয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে, মৃধা বাড়ির পারিবারিক কবরস্থান থেকেও তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। দুই পরিবারের কবরস্থান থেকে কঙ্কাল চুরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বেড়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।