গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান হাবিবকে শুক্রবার বিকালে কুমুন থেকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, আটক করার পর হাবিবকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি, তবে ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে।
প্রসঙ্গত, হাবিবুর রহমান খান হাবিব আওয়ামী লীগের একজন পরিচিত মুখ। তার গ্রেপ্তারের ফলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।