স্টাফ রিপোর্টার : আমিনুর রহমান ইমতিয়া
গাজীপুরে টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানার উৎপাদন কার্যক্রম চালানোর দাবিতে শনিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের দাবি, তাদের গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন পরিশোধ না করায় এবং কারখানা বন্ধ থাকায় তারা আন্দোলন করছেন। এসময় সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার কারণে যাত্রী ও চালকদের দুর্ভোগের সম্মুখীন হতে হয়।
শ্রমিকরা জানান, মালিক পক্ষ তাদের বেতন পরিশোধ না করায় তারা এই প্রতিবাদে নেমেছেন। টিএনজেড গ্রুপ কর্তৃপক্ষ এক জরুরি নোটিশে জানায়, বিদ্যুৎ সংযোগ না থাকায় কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে এবং বেতন পরিশোধের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়।
গাজীপুরের শিল্প পুলিশের পরিদর্শক জানান, প্রায় ১,২০০ শ্রমিক মহাসড়কে অবস্থান করছেন। আগের সময়সীমার মধ্যে বেতন পরিশোধ করা হয়নি, তবে আগামী নভেম্বরের ২০ তারিখে অক্টোবর মাসের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।
এ সময়, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।