বিশেষ প্রতিনিধি
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া কলেজছাত্র রাকিবুল ইসলামকে আহত করার অভিযোগে সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় শনিবার রাতে মামলাটি করেন আহত ছাত্রের মা পারুল আক্তার। মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামানসহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্ট আন্দোলনে অংশগ্রহণের সময় ছাত্র রাকিবুল ইসলামকে গুলি করে আহত করা হয়। এই ঘটনায় পিস্তলের গুলি তার মাথায় লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।