স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
তারিখ: ১৬/০১/২০২৪ খ্রি.,
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নাম : জনাবা উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার ( ভূমি), কালীগঞ্জ, গাজীপুর
স্থান : আরা ও মালিবন্দ, তুমলিয়া , কালীগঞ্জ, গাজীপুর।
মোট মামলা: ০২ টি আসামির নাম এনামুল হক পিতা :মোহাম্মদ হযরত আলী সাংউত্তর তমুলিয়া
মোট অর্থদন্ড: সর্বমোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র)
কারাদণ্ড :
কোন আইনে কয়টি মামলা: দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ০১ টি মামলায় ১,০০,০০০/- এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ০১ টি মামলায় ৫০,০০০/- জরিমানা করা হয়
প্রসিকিউটরের নাম:
বেঞ্চ সহকারীর নাম: মাহবুবুল ইসলাম