স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
আজ ২৬/১১/২০২৩ তারিখ বিকাল ৩:০০ ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রতিজনকে প্রতিমাসে ১,০০০/- (এক হাজার) টাকা হারে বাৎসরিক ১২,০০০/- (বারো হাজার) টাকা এবং একাদশ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত প্রতিজনকে প্রতিমাসে ২,০০০/- (দুই হাজার) টাকা করে বাৎসরিক ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা করে মোট ৪০জন শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম মহোদয়।