স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ তিন নেতাকে আদালত অব্যাহতি দিয়েছেন, তবে ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের এই আদেশ দেন। খালেদা জিয়ার সঙ্গে অব্যাহতি পাওয়া অন্য দুই নেতা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এই মামলায় ২০০৭ সালে দুদক অভিযোগ করে যে আসামিরা ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন।