গাজীপুর প্রতিনিধি
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার রাতে পদত্যাগের ঘোষণা দেন। রংপুর নগরের দর্শনা এলাকায় নিজের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শাফিউল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার বিপ্লবকে এগিয়ে নিতে জাতীয় পার্টির রাজনীতিতে থেকে এটি সম্ভব নয় বলে তিনি মনে করেন। এ কারণে তিনি দলের সব পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন শাফিউল ইসলাম। এছাড়া তিনি রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।