বিশেষ প্রতিনিধ :কাজী এনামুল হাসান
গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন জামালপুর আর এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৮ দিনব্যাপী ইসলামী মহা-সম্মেলন গতকাল শুক্রবার সমাপনী রজনীতে দেশ ও জাতির মঙ্গলে মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি পি ও জি এস, সাবেক জেলা প্রশাসক ও কালীগঞ্জের বার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি।সভাপতিত্ব করেন আলহাজ্ব খাইরুল আলম মোড়ল, সঞ্চালনায় ছিলেন হযরত মাওলানা আব্দুস সাত্তার দা,বা,
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে নসিহত পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ শফিকুল ইসলাম (দা.বা.)পীর সাহেব ফাতেহাবাদ ফরবার দরবার শরীফ,কুমিল্লা। আরও নসিহত ফরমান আলহাজ্ব হযরত মাওলানা শহিদুল ইসলাম বরকতী সাহেব ও হযরত মাওলানা মীর আশরাফুল ইসলাম সাহেব।
প্রধান বক্তার দেশ ও জাতির শান্তির জন্য দোয়া মাধ্যমে হাজারো ইসলাম প্রিয় মুসলমানদের উপস্থিতিতে রাত ১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের এ বছরের কার্যক্রম সমাপ্ত হয়।