স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা।
ড. আসিফ নজরুল সম্প্রতি সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতা করেন। তিনি তাদের আহ্বান জানান যেন তারা নিজেদের সংখ্যালঘু মনে না করেন এবং দেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার বুঝতে পারেন। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর ফাঁদে পা না দিতে এবং রাজনৈতিক-ব্যক্তিগত প্রতিহিংসার মধ্যে বিভাজন না করার উপর জোর দেন।
তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ রাষ্ট্রটি সবার, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন। নতুন বাংলাদেশ গড়তে সকলের অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার বিষয়েও তিনি আলোচনা করেন।