স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
ঢাকায় জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকারের নতুন উদ্যোগের আওতায় ১৪টি খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিহাসের পৃষ্ঠা থেকে জানা যায়, এক সময় ঢাকায় ৭৭টি খাল ও লেক ছিল, যেগুলোর অধিকাংশই দখল হয়ে গেছে। এই ১৪টি খাল খনন করলে জলাবদ্ধতা সমস্যার ৮০ শতাংশ সমাধান হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
‘ব্লু নেটওয়ার্ক’ পরিকল্পনার মাধ্যমে খালগুলোকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হবে, যা শুধু জলাবদ্ধতা কমাবে না, বরং পরিবহনের চাপও হ্রাস করবে। স্থানীয় বাসিন্দাদেরও এই উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি হবে।
পরিকল্পনার অংশ হিসেবে নভেম্বরের শুরুতে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে খাল উদ্ধারের বিস্তারিত পরিকল্পনা তৈরি হবে। যুব দিবসে যুবকদের নিয়ে প্রথম দুটি খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় জলাবদ্ধতা সমস্যা অব্যাহত থাকবে।