বিশেষ প্রতিনিদি:সেলিম আহমেদ
নারায়ণগঞ্জে ভূইয়ার রাইচ মিল এলাকায় নাইট গার্ডদের হাতপা বেধে খাদিজা অয়েশা ষ্টোর অটো রিক্সা পার্টস ও বেটারি দোকানে ইং ২১/১২/২০২৩তাং রাত অনুমান ৩.০০ থেকে ৩.২০ ঘটিকার মধ্যে ৮/৯জন অস্ত্রধারী ডাকাত দোকানের বেটারি নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ অনুমান ১২,০০০০০/= বার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এস আই রফিকুল ইসলাম উক্ত ডাকাতির মামলার তদন্ত ভার পাওয়ার পর সংগীয় অফিসার ফোর্সসহ এর সহায়তা ও অফিসার ইনচার্জ ফতুল্লা থানা দিক নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও কৌশল অবলম্বন করে অতি দ্রুত সময়ের মধ্য মামলার রহস্য উদঘাটন ও এজাহার নামীয় ৩ জন আসামীসহ মোট ৫ জন আসামী গ্রেফতার ও ধৃত ডাকাতদের হেফাজত হতে লুন্ঠিত ৬টি বেটারি উদ্ধার করেন।জেলা পুলিশ সুপার জনাব, গোলাম মোস্তফা রাসেল,(বিপিএম,পিপিএম-বার) তাকে উক্ত দুঃসাহসিক কাজের জন্য ইং২৮/০৩/২৪ তারিখ নগদ অর্থ প্রদান করে পুরস্কৃত করেন।
নারায়ণগঞ্জে ভূইয়ার রাইছ মিল এলাকায় নাইট গার্ডদের হাত পা বেধে খাদিজা আয়েশা ষ্টোর অটো রিক্সা পার্টস ও বেটারি দোকানে ২১/১২/২৪ তারিখ রাত অনুমান ৩.০০ টা থেকে ৩.২০ ঘটিকার মধ্যে ৮/৯জন অস্ত্রধারী ডাকাত দোকানের বেটারি নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ অনুমান ১২,০০০০০/= (বার লক্ষ) টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এস আই রফিকুল ইসলাম উক্ত ডাকাতির মামলার তদন্ত ভার পাওয়ার পর সংগীয় অফিসার ফোর্সসহ এর সহায়তা ও অফিসার ইনচার্জ ফতুল্লা থানার দিক নির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও কৌশল অবলম্বন করে অতি দ্রুত সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটন ও এজাহার নামীয় ৩ জন আসামীসহ মোট ৫ জন আসামী গ্রেফতার ও ধৃত ডাকাতদের হেফাজত হতে লুন্ঠিত ৬টি বেটারি উদ্ধার করেন।
জেলা পুলিশ সুপার জনাব, গোলাম মোস্তফা রাসেল,(বিপিএম,পিপিএম-বার) তাকে উক্ত দুঃসাহসিক কাজের জন্য ২৮/০৩/২৪ ইং তারিখ নগদ অর্থ প্রদান করে পুরস্কৃত করেন।