Headline :
হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন। গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার। পূবাইলে রঞ্জন শিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত। পূবাইলে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক গাজীপুরে সেই প্রধান শিক্ষক রুবীর অপসারণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন। পূবাইলে শাহ সুফী আইজউদ্দিন ফকিরের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল ও বিচার গান অনুষ্ঠিত। পূবাইলে ঢাকা বাইপাস সড়কে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন পূবাইল গাজীপুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত । পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান। কালীগঞ্জ পৌরসভা আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে ষান্মাসিক র‍্যালী ও আলোচনা সভা

দুঃসাহসিক কাজের জন‍্য এসআই রফিকুল কে নগদ অর্থ উপহার দিলেন নারায়ণগঞ্জ এসপি।

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিশেষ প্রতিনিদি:সেলিম আহমেদ

নারায়ণগঞ্জে ভূইয়ার রাইচ মিল এলাকায় নাইট গার্ডদের হাতপা বেধে খাদিজা অয়েশা ষ্টোর অটো রিক্সা পার্টস ও বেটারি দোকানে ইং ২১/১২/২০২৩তাং রাত অনুমান ৩.০০ থেকে ৩.২০ ঘটিকার মধ্যে ৮/৯জন অস্ত্রধারী ডাকাত দোকানের বেটারি নগদ টাকা ও অন‍্যান‍্য মালামাল সহ অনুমান ১২,০০০০০/= বার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এস আই রফিকুল ইসলাম উক্ত ডাকাতির মামলার তদন্ত ভার পাওয়ার পর সংগীয় অফিসার ফোর্সসহ এর সহায়তা ও অফিসার ইনচার্জ ফতুল্লা থানা দিক নির্দেশনায় আধুনিক তথ‍্য প্রযুক্তির ব‍্যবহার ও কৌশল অবলম্বন করে অতি দ্রুত সময়ের মধ‍্য মামলার রহস‍্য উদঘাটন ও এজাহার নামীয় ৩ জন আসামীসহ মোট ৫ জন আসামী গ্রেফতার ও ধৃত ডাকাতদের হেফাজত হতে লুন্ঠিত ৬টি বেটারি উদ্ধার করেন।জেলা পুলিশ সুপার জনাব, গোলাম মোস্তফা রাসেল,(বিপিএম,পিপিএম-বার) তাকে উক্ত দুঃসাহসিক কাজের জন‍্য ইং২৮/০৩/২৪ তারিখ নগদ অর্থ প্রদান করে পুরস্কৃত করেন।

নারায়ণগঞ্জে ভূইয়ার রাইছ মিল এলাকায় নাইট গার্ডদের হাত পা বেধে খাদিজা আয়েশা ষ্টোর অটো রিক্সা পার্টস ও বেটারি দোকানে ২১/১২/২৪ তারিখ রাত অনুমান ৩.০০ টা থেকে ৩.২০ ঘটিকার মধ্যে ৮/৯জন অস্ত্রধারী ডাকাত দোকানের বেটারি নগদ টাকা ও অন‍্যান‍্য মালামাল সহ অনুমান ১২,০০০০০/= (বার লক্ষ) টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এস আই রফিকুল ইসলাম উক্ত ডাকাতির মামলার তদন্ত ভার পাওয়ার পর সংগীয় অফিসার ফোর্সসহ এর সহায়তা ও অফিসার ইনচার্জ ফতুল্লা থানার দিক নির্দেশনায় আধুনিক তথ‍্য প্রযুক্তির ব‍্যবহার ও কৌশল অবলম্বন করে অতি দ্রুত সময়ের মধ্যে মামলার রহস‍্য উদঘাটন ও এজাহার নামীয় ৩ জন আসামীসহ মোট ৫ জন আসামী গ্রেফতার ও ধৃত ডাকাতদের হেফাজত হতে লুন্ঠিত ৬টি বেটারি উদ্ধার করেন।

জেলা পুলিশ সুপার জনাব, গোলাম মোস্তফা রাসেল,(বিপিএম,পিপিএম-বার) তাকে উক্ত দুঃসাহসিক কাজের জন‍্য ২৮/০৩/২৪ ইং তারিখ নগদ অর্থ প্রদান করে পুরস্কৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category