তারিখ:২৯/১০/২০২৩
স্টাফ রিপোর্টার শাকিল মোল্লা
গাজীপুর জেলা রেজিস্টার কার্যালয়, সদর মহাফেজখানা, সদর সাব-রেজিস্ট্রি অফিস ও সদর দ্বিতীয় যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিসসমূহ সমন্বয়ে গঠিত নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স, গাজীপুর ভবন এর শুভ উদ্বোধন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক,এমপি।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য উপস্থাপন করেন আইন ও বিচার বিভাগের মাননীয় সচিব জনাব মো: গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য জনাব শামসুন নাহার, এমপি।