নারায়ণগঞ্জ ফতুল্লা থানা, কুতুবপুর ইউনিয়ন, পাগলা মসজিদ, কমিটির উপর অতর্কিত সন্ত্রাসী হামলা।
Reporter Name
/ ৩৫
Time View
Update :
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Share
বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলা, ফতুল্লা থানা, কুতুবপুর ইউনিয়ন, পাগলা পশ্চিম নয়া মাটি রেললাইন জামে মসজিদ, কমিটির উপর অতর্কিত সন্ত্রাসী হামলা,প্রকাশিত মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পশ্চিম নয়া মাটি রেল লাইন জামে মসজিদ কমিটি। রক্তাক্ত, যখম, ও বাড়িঘর ভাঙচুর এবং অবৈধভাবে বর্তমান পশ্চিম নয়া মাটি রেল লাইন জামে মসজিদ কমিটিকে বিলুপ্ত করে দিতে চায় বলে অভিযোগ উঠেছে ফতুল্লা মডেল থানায,এ বিষয়ে পশ্চিম নয়া মাটি রেললাইন জামে মসজিদ কমিটির সভাপতি আবু সাঈদ এবং সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে দুইটি অভিযোগ দায়ের করেন। ,বর্তমান পশ্চিম নয়া মাটি রেল লাইন জামে মসজিদ কমিটি জানান, প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে অত্র মসজিদ নির্মাণ করে পশ্চিম নয়া মাটি রেললাইন জামে মসজিদের মুসল্লিরা এবং আমরা দীর্ঘদিন যাবত সুনামের সাথে পশ্চিম নয়ামাটি রেল লাইন জামে মসজিদে দ্বীনি মেহনত করে আসছি। বর্তমান মসজিদের এই কমিটিকে এলাকার মুসল্লীগণ সকলেই বহাল রাখতে চায়। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই একটি কুচক্রী মহল এই মসজিদ কমিটির উপর জোরপূর্বক বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করার জন্য অপচেষ্টা চালাতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ৬ /৯/২০২৪ ইং শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর উক্ত মসজিদ কমিটি নিয়ে আলোচনা করার সময় উল্লেখিত বিবাদী ১/মো: মিন্টু (বয়স ৪৮) পিতা মৃত :আলী হোসেন ২/মহসিন দেওয়ান (বয়স ৪৬) /পিতা মৃত: আমজাদ দেওয়ান ৩/খোকন (বয়স ৪৯)পিতা অজ্ঞাত সর্ব সাং ফতুল্লা থানা কুতুবপুর ইউনিয়ন পশ্চিম নয়ামাটি সহ অজ্ঞাতনামা ১০-১২ জন কতিপয় সন্ত্রাসী বর্তমান পশ্চিম নয়ামাটি রেললাইন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের উপর চড়াও হয়ে ভয়-ভীতি ও হুমকি-ধুমকি প্রদান করেন। এবং সন্ত্রাসীরা হুমকি স্বরূপ জানান, তাহাদের মসজিদ কমিটিতে নাম না দিলে বর্তমান কমিটিকে যেকোনো সময় জীবনে শেষ করিয়া ফেলবো। একপর্যায়ে কতিপয় সন্ত্রাসীরা উক্ত মসজিদ কমিটির সদস্য আনোয়ার হোসেন ও তার ছেলে সহ কমিটির অন্যান্য সদস্যদের কে মারধর করে, প্রতিবেশী কৃষ্ণ কে কোপাইয়া গূরুতর জখম করে, এবং মসজিদের জয়েন সেক্রেটারি মো:আসলাম (৫৫)এর বাড়ির গেট ভাঙচুর করে,আমরা পশ্চিম নয়া মাটি রেললাইন জামে মসজিদ কমিটি এই সন্ত্রাসীদের কার্যকলাপে প্রাণনাশের আশঙ্কায় ভুগতেছি, তাই প্রশাসনের সকল দপ্তরের কাছে এর সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি জানাচ্ছি।