বিশেষ প্রতিনিধ :রাকিব ইসলাম
গাজীপুর মহানগরীর পূবাইলে দুর্বৃত্তর ছুড়িকাঘাতে চিকিৎসাধীন অবস্থায় আহত যুবক মারা গেছে।
নিহত রাজিব একন (৩২) পূবাইলের হারবাইদ এলাকায় বোকারী হোসেনের ভাড়া বাড়িতে থেকে পূবাইল হাড়ি বাড়ীর টেক এলাকায় এ এন্ড ট্রাউজার্স গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী করতেন।তিনি বাগেরহাট জেলার, মোরলগঞ্জ থানার, মধ্য বরিশাল গ্রামের আবুল কালাম একন এর ছেলে।
মঙ্গলবার বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই গত ৩নভেম্বর অফিস শেষ করে সন্ধ্যায় অটোরিকশা করে বাড়িতে ফিরছিল ভিকটিম রাজিব, পূবাইলের বসুগাঁও এলাকার সাইফ পাওয়ার কারখানার সামনে তাকে বহনকারী অটোরিক্সা কে গতিরোধ করে দুইটি মোটরসাইলের, মোটরসাইকেলে থাকা অজ্ঞাত ৫/৬ জন লোক রাজিব কে এলোপাতাড়ি চোখে ও শরীরে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।