স্টাফ রিপোর্টার:শাকিল মোল্লা
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া গ্রামের স্ট্যানলী কস্তার বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও স্পর্শকাতর। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ট্যানলী কস্তা আসলে একজন মাদক বিক্রেতা নন, তিনি গ্রামের একজন সচেতন যুব নেতা, গ্রামের বিভিন্ন সমাজিক, ধর্মীয় ও যুব কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন এই সেবা ও নেতৃত্ব প্রদানে গ্রামে কতিপয় কয়েকজন প্রায়শই হিংসাত্বক মনোভাব পোষণ করতো এবং অপদস্ত করার হীন চেষ্টায় লিপ্ত থাকতো যা গ্রামবাসী সকলেরই জানা। বিগত ২৫ অক্টোবর ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার নাগরীর স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আনন্দ উদযাপনের জন্য রাখা চোলাই মদকে মাদক বিক্রির সঙ্গে যুক্ত করে স্ট্যানলী কস্তার উপর অনাহুত দোষারোপ করা হয়েছে।
এছাড়াও, দুইটি জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদের বিরুদ্ধে স্ট্যানলী কস্তার পরিবার সহ গ্রামবাসী তথা সচেতন আপামর জনগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, এই সংবাদ জনমনে তীব্র বিভ্রান্তি সৃষ্টি করছে। উল্লেখ্য মামলার অভিযোগে বলা হয়েছে ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে, অথচ মদ তৈরী করার কোন সরঞ্জামের কথা উল্লেখ ছিলো না। এটি স্পষ্ট যে, পূর্ব শত্রুতার জের ধরে এবং উক্ত নির্বাচনে এক পক্ষের বিরোধিতা করার জন্য ষড়যন্ত্রের শিকার হয়ে নিরীহ স্ট্যানলী কস্তা অভিযোগে অভিযুত হয়েছেন।
সঠিক তথ্য উপস্থাপন ও ন্যায়বিচারের জন্য সকলের সচেতনতা জরুরি একই সাথে ভুক্তভোগীর পরিবার সহ গ্রামবাসী আত্নীয় পরিজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুষ্ঠ তদন্তের ভিত্তিতে সঠিক তথ্য প্রকাশ করে দোষীদের এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জোর দাবী জানিয়েছে।