স্টাফ রিপোর্টার শাকিল মোল্লা
আজ ২৯ শে অক্টোবর রোজ রবিবার, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর এর নাটমন্দিরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সম্মানিত মেয়র জনাব জায়েদা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী শফিকুল আলম, পুলিশ সুপার, গাজীপুর, জনাব এ. এস. এম সফিউল আজম, প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন, জনাব ডাঃ মোঃ খায়রুজ্জামান, সিভিল সার্জন, গাজীপুর। উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় এবং সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
ইউনিসেফ এর ১০ জন প্রতিনিধি ও আরও ৩০ জন স্বেছাসেবী এই পরিচ্ছন্নতা সপ্তাহ এর কার্যক্রম; যেমন সচেতনতা তৈরি করা,লিফলেট বিতরণ করা,পোস্টার টানানো সর্বোপরি সকলকে সাথে নিয়ে ডেংগু নির্মুল করা এই পরিচ্ছন্নতা সপ্তাহের মূল বিষয়।