স্টাফ রিপোর্টার : শাকিল মোল্লা
গাজীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা আজ দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। মালিকপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকেরা সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছে, তবে শ্রমিকেরা বেতন পাওয়ার আগে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।