স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
গাজীপুর-৫(কালীগঞ্জ,পুবাইল,বাড়িয়া)আসনের নবনির্বাচিত সাংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি,জিএস,সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি’কে বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলার বাড়িয়া ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষের উপস্থিতিতে এ সংবর্ধন প্রদান করা হয়।
বাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান এমপি।উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এ কে এম হাফিজ আক্তার অতিরিক্ত কমিশনার,ডিএমপি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি মেহেদী হাসান,মুক্তারপুর ইউনিয়নের ৪বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার (তোরণ),কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, তুমুলিয়া ইউনিয়নের অসংখ্যবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর (বাক্কু),বক্তারপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ (ফারুক),বাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান শুক্কুর,নাগরিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোড়ল,কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা খানম (লাভলী),বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন মোল্লা,বাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মঞ্জু সহ উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ ইউনিয়নের সর্বস্তরের জনগ