বিশেষ প্রতিনিধ :মোবারক হোসেন
গাজীপুর মহানগরের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে কেন্দ্রীয় ছাত্রদল ও গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের কাছে জানতে চান, তারা কেমন ছাত্র রাজনীতি চান, ক্যাম্পাসের পরিবেশ কেমন হতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষায় কীভাবে কাজ করা যাবে। শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরেন, যার ভিত্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে।
মতবিনিময়ে দাবি করা হয়, কলেজে গবেষণাগার স্থাপন, ডিবেটিং ক্লাব চালু, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের। তারা সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি এস এম আবু জাফর, জয়েন সেক্রেটারি এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জান শুক্কর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, এবং সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল।
সর্বশেষ, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং সুশৃঙ্খল, সুন্দর আগামীর ছাত্রসমাজ গড়ে তুলার অঙ্গিকার ব্যক্ত করেন।