গাজীপুর প্রতিনিধি
লালমনিরহাট সদর হাসপাতালে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগে যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বহিষ্কৃত নেতারা হলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ওরফে জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সদর হাসপাতালের ২০২৪-২৫ অর্থবছরের দরপত্র জমাদানের শেষ দিনে কয়েকজন ব্যবসায়ী দরপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েন। এ বিষয়ে মৌখিক অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ (জুলহাস) কয়েকজনকে আটক করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাধার বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে জানানো হয়, এবং পরবর্তীতে সেনাসদস্যরা হাসপাতালের চত্বরে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করে আটক করেন।