বিশেষ প্রতিনিধি
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব নাজমা মোবারেকের একটি ফোন কলের পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চারজন সদস্য পদত্যাগ করেছেন। এই সদস্যরা হলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম এবং কামরুল হাসান। এদের মধ্যে কেউই তাঁদের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। তাদের চুক্তির মেয়াদ আরও কয়েক মাস বা বছর বাকি থাকলেও তাঁরা সচিবের ফোন কলের পর পদত্যাগপত্র জমা দেন।
এ ঘটনার পেছনে সরকারের সিদ্ধান্ত কার্যকর করার উদ্দেশ্যেই সচিব নাজমা মোবারেক তাঁদের পদত্যাগের পরামর্শ দেন বলে জানা গেছে।