স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে গাজিপুরের কাপাসিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাখাওয়াত হোসেন সেলিম।
মণ্ডপগুলো ঘুরে তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, “উৎসবের প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত, এবং এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।”
সেলিম হিন্দুধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, “আমরা সবাই মিলে একটি যৌথ সম্প্রদায় গঠন করবো যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে।”