গাজীপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু সম্প্রতি নাটোরে এক সমাবেশে দাবি করেছেন যে, দেশের চলমান রাজনৈতিক সংকট ও ষড়যন্ত্র মোকাবিলায় একটি নির্বাচিত সরকার প্রয়োজন। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া আবশ্যক এবং কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এর বেশি হওয়া উচিত নয়।
রুহুল কুদ্দুস অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে ষড়যন্ত্র করছেন এবং দেশের বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নত করতে জনগণের নির্বাচিত সরকারের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে বিদেশি বিনিয়োগ কমে গেছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সার্বিক পরিস্থিতি উন্নত হবে, কর্মসংস্থান বাড়বে এবং বিদেশি বিনিয়োগে উৎসাহিত হবে।
এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মোন্তাজ উদ্দিন, রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান, কাজী শাহ আলম প্রমুখ।