স্টাফ রিপোর্টার :শাকিল মোল্লা
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার জনাব মোঃ আলমগীর। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়।
এরপূর্বে মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়কে গাজীপুর সার্কিট হাউজে ফুলেল অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মহোদয়। এসময় পুলিশের একটি দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন।