সমাজের সুবিধাবঞ্চিত বা এক ধাপ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে পূবাইল কমিউনিটি ক্লাব এর উদ্যোগে শুক্রবার (১২জুলাই) সারাদিনব্যাপী চলে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন।
উক্ত ক্যাম্পেইন সুন্দরভাবে পরিচালনার জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন মোঃ সিফাত গাজী। এসময় তিনি আরও বলেন এই ধারাবাহিকতা প্রবাহমান স্রোতের ন্যায় চলমান থাকবে। স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন ফাহাদ কাজী, এম.এইচ মেহেদী, মোহাম্মদ রাহাদ সহ ক্লাবের বাকি সদস্যগণ। পূবাইল সাংবাদিক ক্লাবের হয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন মোঃ রবিউল আলম, সভাপতি পূবাইল সাংবাদিক ক্লাব।
চিকিৎসক হিসেবে ছিলেন ড. রিদওয়ান আহমেদ রিমন। এমবিবিএস (সি.ইউ), পিজিটি (শিশু) জেনারেল প্রাষ্টিশনার (মেডিসিন, ডায়াবেটিস ও শিশু) বিএমডিসি রেজি. নং-১২৯৬৩২।