অদ্য 07/10/2023 তারিখ কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে আসামী ১। মোঃ রিপন মিয়া(৪৩), পিতা- মোঃ আঃ রশিদ, মাতা- কুলসুম বেগম , গ্রাম- পানজোড়া মধ্যপাড়া(বড় বাড়ী), ২। আহম্মেদ মতি(৩০), পিতা- মৃত আব্বাস আলী, মাতা- মহিতুন, সাং- পানজোড়া সৈয়ালপাড়া, ৩। মোঃ হাসনাত মিয়া(২৮), পিতা- মোঃ আঃ বারেক, মাতা- জমিলা খাতুন, সাং- পানজোড়া মধ্যপাড়া(মুন্সি বাড়ী), সর্ব থানা- কালীগঞ্জ, জেলা –গাজীপুরদের দখল হইতে ১৫০.০২ (একশত পঞ্চাশ দশমিক শূন্য দুই) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
স্টাফ রিপোর্টার:( শাকিল মোল্লা)