Headline :
পূবাইলে ইন্টারনেট ব্যাবসা কেন্দ্র করে মারামারি, গ্রেফতার এক। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন। গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার। পূবাইলে রঞ্জন শিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত। পূবাইলে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক গাজীপুরে সেই প্রধান শিক্ষক রুবীর অপসারণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন। পূবাইলে শাহ সুফী আইজউদ্দিন ফকিরের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল ও বিচার গান অনুষ্ঠিত। পূবাইলে ঢাকা বাইপাস সড়কে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন পূবাইল গাজীপুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত । পূবাইলে আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কাওমী মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান।

কালীগঞ্জে ইজরাইলের প্রতি ঘৃনা প্রকাশ করে ইমাম সম্মেলন অনুষ্ঠিত,

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

মোঃ আসাদুজ্জামান নুর

গাজীপুরের কালীগঞ্জে ফিলিস্তিনীদের প্রতি সহমর্মিতা ও ইজরাইলীদের প্রতি তীব্র ঘৃনা ও নিন্দা জানিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহের আফরোজ চুমকি এমপি।

প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা রুহুল আমিন গাজীপুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইমাম পরিষদের নেতারা সকল মসজিদের ইমামদের ইসলামিক ফাউন্ডেশনের অর্ন্তভুক্তি এবং আদর্শ ইসলামকি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য সরকারের প্রতি দাবি জানান। তাঁরা বলেন, ইমাম ওলামারা হচ্ছেন আল্লাহ ও রাসূলের প্রতিনিধি। আমরাও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে চাই। আওয়ামীলীগ সরকার ইসলামের পক্ষে কাজ করলে ইমাম পরিষদও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে। অথচ ফিলিস্তিনীনের উপর ইসরাইলীদের বর্বর হামলায় হাজারো নিরপরাধ মুসলিম নাগরিক মৃত্যুবরণ করছেন। আওয়ামীলীগ সরকার কোন অন্যায় অপরাধকে প্রশ্রয় দেয় না। আমরা ফিলিস্তিনীদের হত্যার বিচার চাই। বর্তমান সরকার দেশ ও জাতির অনেক উন্নয়ন করেছে। সমাজের নেতা হিসেবে ইমামগণ উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরবেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী ও পৌর মেয়র এস এম রবীন হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, শিক্ষক, সাংবাদিকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category