পাগলায় শিবু দাসের নেতৃত্বে নৌকা মার্কার বিশাল শোডাউন।
বিশেষ প্রতিনিদি :সেলিম আহমেদ
পাগলায় শিবু দাসের নেতৃত্বে নৌকা মার্কার বিশাল শোডাউন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানা পাগলা ৮০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬ নং ওয়ার্ড নির্বাচনী ক্যাম্পের আহবায়ক ও সিলভার হাউজিং লিমিটেডের চেয়ারম্যান শিবু দাসের নেতৃত্বে কমপক্ষে ২,০০০/ হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ইং জানুয়ারি ২০২৪ নারায়ণগঞ্জ ৪ আসন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এম, পি পদপ্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমানের নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ১৯/১২ /২০২৩ ইং মঙ্গলবার বিকেলে পাগলা থেকে তালতলা, জেলেপাড়া, কামালপুর, রেলগেট হয়ে পাগলা বাজার এসে মিছিলটি সমাপ্ত হয়। এই সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় ৬ নং ওয়ার্ড এলাকা সকলের মুখে একটি স্লোগান আগামী ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন শামীম ওসমানের মার্কা নৌকা মার্কা উন্নয়নের মার্কা নৌকা মার্কা।
এ সময় যে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন ডাক্তার অনিল চন্দ্র দাস, চন্দ্রজিত বারই, সুমন দাস, মোঃ সোহাগ, রনি মন্ডল সহ অনেকে প্রমুখ।